বিশ্বে দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ১:৩৫ অপরাহ্ণ |

সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ।সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত ছিল বাংলাদেশ। আর বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

প্রতিবেদনে বলা হয়,‘মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত।’

এ প্রতিবেদনটি বাতাসের মধ্যে পিএমটুপয়েন্টফাইভ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসেব করে তৈরি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএমটুপয়েন্টফাইভের গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। আর ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএমটুপয়েন্টফাইভের গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে