বান্দরবানে ৪ ছেলেসহ বাবাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২; সময়: ৪:৫৩ অপরাহ্ণ |
বান্দরবানের রুমা উপজেলার আবুই পাড়ায় বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রুমার গ্যালেংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো (৬০) ও তার বড় ছেলে রুংথুই ম্রো (৪৫), কারবারীর তিন ছেলে লেংরুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশীদের সঙ্গে কারবারী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ বিরোধের কারণে রাতে প্রতিবেশীদের সঙ্গে পাড়া প্রধানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে কারবারী ও তার ছেলেদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই পাড়া কারবারী ল্যাংরুই ম্রোসহ তার ৪ ছেলে মারা যান।