চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে “আইন সহায়তা সেল” গঠিত

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩; সময়: ২:০৯ অপরাহ্ণ |

চট্টগ্রাম:  আগামী ২৭ এপ্রিল আসন্ন চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ এর পক্ষে আইনজীবীদের সমন্বয়ে “আইন সহায়তা সেল” নামে টিম গঠন করা হয়েছে।

গত ১২ এপ্রিল বুধবার রাতে চট্টগ্রাম ৮ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন সহায়তা সেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ,জ.ম নাছির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মোহাম্মদ হাসনী, এড. মধুসূদন দাশ, এড. আবু তৈয়ব ইব্রাহিম, এড.উজ্জ্বল সরকার, এড. আজহার,এড.সেলিম আনসার রানা.এড. শাকিল, এড. নজরুল ইসলাম, এড. সেলিম চৌধুরী. এড.টিপু শীল জয়দেব, এড.কায়সার, এড. সুলতান জাহাঙ্গীর, এড. ইফতেখার,এড.মিঠুন বিশ্বাস,এড. রাজিব মল্লিক, এড. জুয়েল চন্দ্র দাশ, এড. জোবায়ের,এড. সাইফুদ্দীন, এড. সাজ্জাদ প্রমুখ।

এসময় প্রধান অথিতির বক্তব্যে আ.জ.ম নাছির বলেন, একটি সংসদী

এসময় প্রধান অথিতির বক্তব্যে আ.জ.ম নাছির বলেন, একটি সংসদীয় নির্বাচন পরিচালনা করতে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এসময় বিজ্ঞ আইনজীবীদের ভূমিকা থাকলে সুশৃঙ্খল, সুচারুভাবে পরিচালনা সম্ভব,আইনজীবীদের ভূমিকায় যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্হিতি এড়িয়ে আইনী মাধ্যমে তা মোকাবিলা করা সহজ হয়।দেশে বিজ্ঞ আইনজীবীদের যে সামাজিক মর্যাদা রয়েছে তা কাজে লাগিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দকে নিয়ে নৌকার প্রার্থীর পক্ষে আইন সহায়তা সেল গঠন করায় এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়৷

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে