আজ বিকেলে শপথ নেবে নতুন ইসি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২; সময়: ১:৩৫ অপরাহ্ণ |

আজ (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪ টার দিকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ গ্রহণের পর আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অফিস করবেন নতুন নির্বাচন কমিশনাররা।

এবারই প্রথমবারের মতো আইন প্রণয়নের পর সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে পাঁচ সদস্যের ইসি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

এর আগে গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে