আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের সিদ্ধান্ত
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩; সময়: ১:৫৩ অপরাহ্ণ |
অবশেষে বাতিল হচ্ছে বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’। সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে সভায় থাকা এক মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।