গরমে ঝুঁকিতে হালদা, ডিম ছাড়ছে না মা মাছ!
প্রাকৃতিক মৎস্য প্রজন্ন ক্ষেত্র হালদা। যেটিকে আমরা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে বর্তমানে বলে থাকি। হালদা নদীতে চলছে কার্পজাতীয় মাছের ভরা প্রজনন মৌসুম। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উচ্চ তাপমাত্রা ও ব্রজসহ বৃষ্টিপাত না হওয়ায়, ডিম ছাড়ছেনা মা মাছ। যা ঝুঁকিতে ফেলে দিয়ে মা মাছের ডিম ছাড়া কার্যক্রমকে।
কার্পজাতীয় মাছের অত্যানুকুল তাপমাত্রা হচ্ছে (২২-৩০) ডিগ্রী সে.। তবে এরা অল্প সময়ের জন্য সর্বোচ্চ ৩৫ডিগ্রী সে. পর্ষন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। মেজর কার্প জাতীয় মাছের প্রজনন আচরন পানির তাপমাত্রার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত।
মা মাছের প্রজনন ক্ষমতা হ্রাস, ডিম্বাণুর পূর্নতা প্রাপ্তিতে দেরি, হরমোনের ভারসাম্যহীন হয়ে ডিম উৎপাদন কমে যাবে। কম সংখ্যক মা মাছ প্রজনন পরিপক্কতা অর্জন করে। পাশাপাশি উচ্চ তাপমাত্রা নদীর বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলাকেও প্রভাবিত করতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের মতে আশারবাণী হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বর্তমান উচ্চ তাপমাত্রা আগামী ৩/৪ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে ৷ বর্তমানে হালদা নদীর বিভিন্ন স্পনিং পয়েন্টে মা মাছের আনাগোনা দেখা যাচ্ছে। যদি বজ্রপাতসহ পর্ষাপ্ত পরিমাণে বৃষ্টি হয়। এবং পাহাড়ী ঢল নেমে পানিতে তীব্র স্রোত সৃষ্টি করে। পানির তাপমাত্রা কমে (২৭-২৯) ডিগ্রী সে. হয়। তখনই হালদা নদীতে কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার প্রাকৃতিক অনুকুল পরিবেশ সৃষ্টি হয়। এবং মা মাছ ডিম ছাড়ে।
পরিবেশ অনুকুলে থাকলে আগামী পূর্নিমার জো’তে অর্থাৎ মে মাসের (২-৭) তারিখ মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।