আবদুল গাফফার চৌধুরী স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত: মে ১৯, ২০২২; সময়: ১০:৪৯ অপরাহ্ণ |

প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরোও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ নুর আলম সরদার, সহ-সভাপতি শের সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক রাশেদ ইবনে ছালামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচী শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সংগঠক, কিংবদন্তী সাংবাদিক, দেশবরেণ্য কলামিস্ট, অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” এর রচয়িতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান সর্বজন শ্রদ্ধেয় আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। তাঁর চলে যাওয়া বাঙালি জাতির জন্য সত্যিই এক অপূরণীয় ক্ষতি। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে বসে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লেখালেখি করে বিদেশি জনমত গঠনে ভূমিকা পালন করেন। সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তিনি বিশ্বব্যাপী অনেক খ্যাতি লাভ করেছেন। মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মহান মুক্তিযুদ্ধের অসামান্য অবদান বাঙ্গালি জাতির নিকট চির স্মরণীয় হয়ে থাকবে।”

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে