তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান
তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এর আমন্ত্রণে তিনি ঢাকা আসেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।
এই সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন
ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করে দুই দেশ।