দুর্গা পূজা উপলক্ষে খুরুশকুল পাল পাড়ায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান
কক্সবাজার সদরের খুরুশকুল পালপাড়া সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে খুরুশকুল ইউনিয়নের পাল পাড়াস্থ রাস বিহারী মন্দির প্রাঙ্গনে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন ডাঃ আশীষ দে ও ডাঃ প্রিয়াংকা দত্ত এবং সভাপতিত্ব করনে এ্যাডঃ নেপাল পাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রিপন চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন খুরুশকুল পালপাড়া সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রকি পাল, সাধারণ সম্পাদক এ্যাডঃ উপেল পাল ও অর্থ সম্পাদক সুভাষ পাল প্রমুখ।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিশু রোগ বিশেষজ্ঞ,মেডিসিন,বাত ব্যাথা,ডায়াবেটিস,চর্ম রোগ বিশেষজ্ঞ,বিডিএস এবং স্ত্রী ও নারী রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।