দুর্নীতির মামলায় ডিআইজি মিজানের ৩ বছর ও দুদকের পরিচালক বাছিরের ৮ বছরের সাজা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
দুর্নীতির মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ৩ বছরের ও দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের তিন ধারায় ৮ বছরের সাজা দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত আজ (২৩ শে ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়,২০১৯ সালের ২৪ জুন সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করে দুদক।
এই মামলার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক বাছির। মামলার তদন্ত চলাকালে ডিআইজি মিজান অভিযোগ করেন,অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই দিতে এনামুল বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন।