‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো দৃঢ় করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২; সময়: ৫:০৯ অপরাহ্ণ |

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো দৃঢ় করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন-২০২২ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ডা. রাজীব রঞ্জন বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ। এই দুই দেশের সংস্কৃতি, ভাষা,খাবারসহ বিভিন্ন বিষয়ে মিল আছে। দুই দেশের মধ্যে কাঁটাতারের বর্ডার থাকলেও দুই দেশের মানুষের মধ্যে কোনো কাঁটাতার নেই। দুই দেশের মানুষে মানুষে যেই সম্পর্ক তা খুবই ভ্রাতৃত্বপূর্ণ ও মৈত্রীময়। তাই যারা বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে ভারতে গিয়েছেন তারা ভারত সম্পর্কে জেনেছে, দেখেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে। এ ধরণের প্রোগ্রাম বাংলাদেশের তরুণকে নতুন ভারত সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। যা ভারত বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সময় উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা, সাংবাদিক বিপ্লব দে পার্থ, আইনজীবী রাজীব দাশ , অমিত সেন, আবৃত্তি শিল্পী পূর্ণা দাশ, তেজশ্রী চাকমা, উইগ্যজাই মারমা, চিং থোায়াই মারমা, নৃত্য শিল্পী মৈত্রী চক্রবর্তী, দিয়া দাশগুপ্ত, অরজিতা সেন চৌধুরী।

পরে ভারতীয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে