রৌদ্রের সমুদ্র

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ১০:৫৮ অপরাহ্ণ |

নাসরিন এ্যাভি

চলে যেতে যেতে থমকে দাঁড়ায় বিকেলের রঙ।
জীবন সংগ্রামের বাস্তবতায় মিইয়ে যায় কাব্যের ছন্দের যতো উপাখ্যান।
তবুও কোনো এক অজানা রমনীর চুলে গোঁজা কাঠগোলাপ,
মোহনীয় করে দেয় দৃষ্টিসীমা।

স্বপ্ন দেখায় অপেক্ষার।
রৌদ্রের সমুদ্রে ডুবে যেতে যেতে যুবক ঘ্রাণ পায় কাঠগোলাপের।
আঙ্গুলে আঙ্গুল বোনে প্রেম।

আমিও,
চৈতন্যে,অচৈতন্যে ভুলে যেতে যেতে ভাবি, ভুলে যাওয়াই ভালো।
নিঃসঙ্গ, নিস্তব্ধতায় ডুবে যেতে যেতেও ভাবি এভাবেও ভালবাসা যায়।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে