সিলেটের জাফলংয়ে পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করলেন ‘স্বেচ্ছাসেবকরা’

প্রকাশিত: মে ৫, ২০২২; সময়: ৩:৪৩ অপরাহ্ণ |

সিলেট: ঈদুল ফিতরের ছুটিতে জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের বেধড়ক মারধর করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। তারা পর্যটকদের লাঠিপেটা করার পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করেন।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে জাফলং পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের দিনগুলোতে টিকিট বিক্রি ও ছবি তোলার নামে স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় যুবক পর্যটকদের সঙ্গে চাঁদাবাজি করছিলেন।একটি ছবি তুলে তারা পর্যটকদের জিম্মি করে এক হাজার থেকে ১৫শ’ টাকা দাবি করেন।

এ নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে পর্যটক এলাকায় স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকা কতিপয় যুবকেরা পর্যটকদের ওপর বেপরোয়া হয়ে হামলা চালান।

তারা বাঁশের লাঠি দিয়ে পর্যটকদের পেটাতে থাকেন।
এ সময় তরুণীরা তাদের সঙ্গীদের বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর, হেনস্তা ও শ্লীলতাহানি করা হয়।স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে