হাটহাজারীতে মারধরে নয় হার্ট অ্যাটাকে মারা গেছেন নাসির,দাবি অভিযুক্তদের

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩; সময়: ১:৪৪ অপরাহ্ণ |

চট্টগ্রামের হাটহাজারীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে সেজো ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠে। তবে অভিযুক্ত ছোট ভাই মো. ইসমাইল হোসেনের পরিবারের দাবি মারধরে নয় ২৮ জুলাই সকালে ছেলে মো. মিজানুর রহমানের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় মাটিতে পড়ে যান নিহত নাসির উদ্দিন। এ সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার কথা বলছেন তারা। তবে এ সংক্রান্ত প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ হাটহাজারী থানা পুলিশ সংগ্রহ করেছে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী শামীমা আক্তার।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে সহজে এটি বুঝা যাবে। এছাড়া যে জায়গাটিকে বিরোধপূর্ণ বলা হচ্ছে, সেটি আমার স্বামীর ক্রয় করা এবং কিছু পৌত্রিক সম্পত্তির ভাগও আছে। এই জায়গায় নাসির উদ্দিনের পরিবারের সম্পত্তির ভাগ কিংবা অংশ নেই।

ঘটনার পর পরদিন ২৯ জুলাই নিহত নাসির উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান চারজনকে আসামীকে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। আসামীর মধ্যে রয়েছে- অভিযুক্ত ছোট ভাই ইসমাইল হোসেন (৪৭), আকবর হোসেন (৫২), আবু তাহের (৫০) ও শামীমা আক্তার (৩৮)।

জানা গেছে, হাটহাজারী পৌরসভা এলাকার ফটিকা ৫নং ওয়ার্ড হাতিনা দিঘির পাড়স্থ মুসলিম মঞ্জিলে বসবাস করতেন আপন দুই ভাই নাসির উদ্দিন ও ইসমাইল হোসেন বসবাস করতেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল। নিহত নাসির উদ্দিনের পরিবারের দাবি, ২৮ জুলাই সকা‌লে ইসমাইল হোসেন তাদের জমিতে মাটি ভরাট করার সময় নিহত নাসির উদ্দিন বাঁধা দিলে তাকে মারধর করা হয়। এতে তিনি মারা যান।

ঘটনা প্রসঙ্গে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আমরা বেশ কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। নিহতের ছেলে থানায় মামলা করেছে। অভিযুক্ত ইসমাইল হোসেনকে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে