হালদার ১৫ কেজি ওজনের কাতল গেল চবির ল্যাবে

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১; সময়: ৯:২৩ অপরাহ্ণ |

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে উদ্ধার হওয়া ১৫ কেজি ওজনের মা কাতল মাছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) মাছটি হস্তান্তর করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

তিনি বলেন, ‘একদল অসাধু চক্র মা মাছটি বঁড়শি দিয়ে শিকার করে। মাছটি বিক্রি করার চেষ্টা করছে বলে এশন খবর পাই। সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হলে মাছটি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাছটি উদ্ধার করা হয়।

হালদা বিশেষজ্ঞ ও চবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘মা মাছটির ওজন ১৫ কেজি। দৈর্ঘ্য ৪০ ইঞ্চি ও উচ্চতা ১৩ ইঞ্চি। মাছটির বয়স ছয় বছরের বেশি হবে। বর্তমানে মাছটি চবির হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে।’

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে