চট্টগ্রাম থেকে প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছিলেন মাস্টারদা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২; সময়: ২:৫৯ অপরাহ্ণ |

‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যেমন আক্রমণ হয়েছিল,তেমন চট্টগ্রাম পুলিশ লাইনেও আক্রমণ হয়েছিল।সেই সময়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে এসপি শামসুল হক সহ মোট ৮১ জন পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিল।তাদেরই স্মরণে এই জাদুঘর তৈরি করা হয়েছে’।

আজ(২৪ মার্চ) বৃহস্পতিবার সকালে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবনির্মিত “পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম” এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম পি।

তিনি আরো বলেন,’১৯৩০ সালে চট্টগ্রাম থেকেই প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছিলেন মাস্টারদা সূর্যসেন’।

২৮ মার্চ বামজোটের ডাকা হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,’হরতাল,ধর্মঘট রাজনৈতিক চর্চা।যেকোন দলই করতে পারে।তবে হরতালের নামে কেউ যদি রাস্তাঘাটে কোন ধরনের বিশৃঙ্খলা বা ধ্বংসযজ্ঞ করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

তিনি আরো বলেন,’তেলের দাম শুধু আমাদের দেশে বাড়েনি।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অনেক দেশেই তেলের দাম বেড়েছে’।

এসময় তিনি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

রবিন পাল/চট্টগ্রাম লাইভ

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে