একাত্তরের গণহত্যা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এজেন্ডায়
প্রকাশিত: জুন ১, ২০২৩; সময়: ১১:২৪ পূর্বাহ্ণ |
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৩তম অধিবেশনের এজেন্ডায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।
প্রবাসী বাংলাদেশি সংগঠন স্টিচিং বাসুগ (বাংলাদেশ সাপোর্ট গ্রুপ) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছিল। এই আবেদনে সহায়তা করেছে আমরা একাত্তর, প্রজন্ম ৭১, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ও সেরাজী ফাউন্ডেশন।
উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।