জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে, মনোয়ন প্রত্যাহার জিএম কাদেরের

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩; সময়: ৪:১১ অপরাহ্ণ |

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিল জাতীয় পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি।

চুন্নু জানান, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে স্বতন্ত্রভাবে (জোটগতভাবে নয়) নির্বাচন করবেন তারা।

এদিকে ঢাকা- ১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে