গৃহবধূ হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২; সময়: ১:০৬ অপরাহ্ণ |

কক্সবাজারের চকরিয়ায় বালিশ চাপায় গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় উপজেলার হারবাং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোর্শেদ আলমকে (৪৮) গত শুক্রবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ইয়াছমিন আক্তারকে বালিশ চাপায় হত্যার ঘটনায় (২৬ ফেব্রুয়ারি)শনিবার সকালে নিহত ইয়াছমিনের ছোট ভাই সালাহউদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করে।মোর্শেদ আলম এবং আরো তিনজনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি রুজু করা হয়।

উপজেলার হারবাং ইউনিয়নের কিল্লার পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ কালু সওদাগরের ছেলে মোর্শেদ হারবাং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ।

পুলিশ জানিয়েছে, মামাতো ভাই মোয়াজ্জেম হোসেনের অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী ইয়াছমিন আক্তারকে (৩৫) হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল ফুফাতো ভাই ঘাতক মোর্শেদ আলম। হত্যাকাণ্ডের পর পরই পুলিশ মোর্শেদ আলমকে ধরতে অভিযান শুরু করে। অবশেষে শুক্রবার ভোররাতেই মোর্শেদ আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে