চার দিনের সফরে ভারতীয় জাহাজ চট্টগ্রামে
প্রকাশিত: জুন ১৯, ২০২৩; সময়: ৭:০৬ অপরাহ্ণ |
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কিলতান’। চার দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি এসেছে চট্টগ্রামে।
সোমবার(১৯ জুন) সকালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে জাহাজটি পৌঁছে।
এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানিয়েছে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ।
১১০ মিটার ড্রাফটের জাহাজটিতে ১৭১ জন নাবিক, ২০ জন কর্মকর্তা ও পাঁচ জন বেসামরিক সদস্য রয়েছেন।
সফরকালে তারা চট্টগ্রামের নানা ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। ২১ জুন বিশ্ব ইয়োগা দিবসে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সঙ্গে ইয়োগা ও এর শারীরিক উপকারিতা তুলে ধরবেন।
এ সফরের মধ্য দিয়ে দুই দেশ ও বাহিনীর সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় এবং সামরিক জ্ঞান বিনিময় হবে বলে নৌবাহিনীর কর্মকর্তারা আশা করছেন।