জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী
জব্বারের বলী খেলার ১১৩তম আসরের চ্যাম্পিয়ন মোঃতারেকুল ইসলাম তারেক ওরফে জীবন বলী।
(২৫ এপ্রিল) সোমবার বিকেলে লালদীঘি চত্বরে আয়োজিত বলী খেলায় ৩ পয়েন্টে কুমিল্লার শাহজাহান বলীকে হারিয়েছেন জীবন বলী।
তিনি প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার টাকা ও ক্রেস্ট।
প্রায় ২০ মিনিটের লড়াই শেষে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজাহান বলীকে হারিয়ে শিরোপা জিতে নিলেন কক্সবাজারের চকরিয়ার জীবন বলী।
করোনা মহামারির কারণে দুই বছর পর চট্টগ্রামে ১১৩তম জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে,নগরীর লালদীঘি চত্বরে।
বিকেলে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন চট্টগ্রাম পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এবার বলী খেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ বলী অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে বলী খেলাকে কেন্দ্র করে রোববার থেকেই শুরু হয়েছে বৈশাখী ও লোকজ মেলা,যা চলবে মঙ্গলবার পর্যন্ত।
উল্লেখ্য,চট্টগ্রাম শহরের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার ১৯০৯ সালে প্রথম বলী খেলার আয়োজন করেন।