রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে

প্রকাশিত: মার্চ ৫, ২০২২; সময়: ১:০৫ অপরাহ্ণ |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আবেগময়ী কথাবার্তা বলে ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়। আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোনো দেশ বাঁচতে পারবে না।

জেলেনস্কি এ পর্যন্ত যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউরোপীয় নাগরিকদেরকে কিছুক্ষণ নীরবতা পালনের আহ্বান জানান।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত বা আহত হয়েছে।
জাতিসংঘ বলছে, গত বৃহস্পতিবার রাশিয়া আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে