শিরোপা ও গোল্ডেন বুট দুটোই পেলেন মেসি

প্রকাশিত: জুলাই ১২, ২০২১; সময়: ১০:১৯ পূর্বাহ্ণ |

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ডি মারিয়ার একমাত্র গোলে হারিয়ে শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করেছে দেশটি। কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা।

অধিনায়ক মেসি এবারের কোপায় অলরাউন্ডার পারফরমেন্স করেছেন। তিনি এবারের আসরে মোট চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর মাধ্যমে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোপার গোল্ডেন বুট জিতে নিয়েছেন এই ফুটবল জাদুকর। মেসি যে শুধুমাত্র গোল করেছেন তাই নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেনও। চারটি গোল করার পাশাপাশি দলকে গোল করতে সহায়তা করেছেন পাঁচটি। যা কোপার ইতিহাসে অনন্য এক রেকর্ড।

এদিকে মেসির সঙ্গে গোল্ডেন বুটের জন্য লড়াইয়ে টিকে ছিলেন তারই সতীর্থ লউতারো মার্টিনেজ। তিনি ফাইনালে নামার আগ পর্যন্ত তিনটি গোল করেন। যদি ব্রাজিলের বিপক্ষে আজকের ফাইনালে তিনি গোল করতে পারতেন তাহলে গোল্ডেন বুট মেসির বদলে পেতেন লউতারো মার্টিনেজই। কারণ মেসির চেয়ে কম সময় খেলেছেন তিনি। কিন্তু সেটি আর হয়নি, আর তাই মেসি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সঙ্গে ব্রাজিল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন গোল্ডেন বুট। তাছাড়া ব্রাজিলের নেইমার দুটি গোল করে এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে