পদ্মা সেতু এলাকা থেকে আবার ভারতীয় আটক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২; সময়: ১:০৬ অপরাহ্ণ |

পদ্মা সেতু এলাকা থেকে আরেক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম নির্মল দাস। সে ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর জেলার চৌরিচৌরা থানার চোনবারচা গ্রামের মুলক দাসের ছেলে।

জাজিরা থানার মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে পুলিশের একটি দল পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে নির্মলের সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে। পরে রাত পৌনে ৩টার দিকে উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে সোমবার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, পুলিশের একটি দল পদ্মা সেতু এলাকা থেকে নির্মলকে আটক করে। পরে জাজিরা থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা হয়।

এর আগে পদ্মা সেতু এলাকা থেকে গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর একটি টহলদল রাজেশ পাণ্ডে নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। তিনি ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে