ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন পুতিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া ঐ ভাষণে মি. পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।

রাশিয়া যেন ইউক্রেনে আগ্রাসন না চালায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন সেই বিষয়ে বৈঠক করছিল, তখনই টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন মি. পুতিন।

তিনি আরো সতর্ক করেন যে রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো তাৎক্ষণিক জবাব দিবে।

সূত্রঃবিবিসি

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে