‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’ অনুমোদন পেল
অবশেষে অনুমোদন পেয়েছে ‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’। এর ফলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট পৃথক হচ্ছে।
রোববার (২০ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবসে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’ স্থাপনের লক্ষ্যে চট্টেশ্বরী সড়কে চমেক হোস্টেলের পাশে গোঁয়াছি বাগান এলাকায় স্থানও নির্ধারণ করা হয়েছে।এই এলাকার ৩ একর জায়গা জুড়ে কলেজটি স্থাপন করা হবে।
যেহেতু পাহাড়ী এলাকা, সবকিছু পর্যালোচনা করে ডেন্টাল কলেজটি স্থাপন করা হবে।
পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের মানুষের কাছে সহজেই দাঁত ও মুখগহ্বরের রোগের সব ধরনের চিকিৎসা পৌঁছে দেওয়া যাবে বলে জানান চমেক অধ্যক্ষ।