যৌন নিপীড়কদের আজীবন বহিষ্কার : চবি উপাচার্য

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ৫:২১ অপরাহ্ণ |

অবশেষে ঘুম ভাঙলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের। চবির এক ছাত্রীকে যৌন নিপীড়নে জড়িতদের আজীবন বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শনিবার (২৩ জুলাই) সিনেট অধিবেশন চলাকালে সংরক্ষিত নারী সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমাদের ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ-কালের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে আজীবনের জন্য বহিষ্কার করব তাদের। এ ব্যাপারে আমরা কোন ছাড় দিব না।’

এর আগে বাজেট আলোচনায় ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘আমি এখানকার সাবেক ছাত্রী। আমার ক্যাম্পাসে একজন ছাত্রী বা ছাত্র নিপীড়নের শিকার হবে, এটা কখনো কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের নিপীড়নের সাথে জড়িত, এটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে জড়িত হতে পারে!’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।’

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে