জি-২০ সম্মেলন কক্ষে বিশ্বনেতারা, স্বাগত জানালেন মোদি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ১১:২১ পূর্বাহ্ণ |

বিপ্লব দে , নয়া দিল্লি থেকে

জি-২০ সম্মেলনে অংশ নিতে বিশ্ব নেতারা একে একে প্রবেশ করলেন সম্মেলন কক্ষে। সেখানে জি-২০ ভুক্ত রাষ্ট্র এবং অতিথি রাষ্ট্রের প্রধানদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টার পূর্বে ভারত মান্দাপাম ভবনে আসেন নরেন্দ্র মোদি।

পরে একে একে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রবেশ করেন।

প্রথম সেশন সাড়ে ১০টা থেকে শুরু হয়। প্রথম সেশনে আলোচনার বিষয় ‘এক বিশ্ব’ অর্থাৎ ওয়ান আর্থ।

জি-২০ হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। ২০টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হয় ১৯৯৯ সালে ২৬ সেপ্টেম্বর। জোটভুক্ত সদস্য দেশগুলোর সম্মেলন শুরু হয় ২০০৬ সাল থেকে। বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের ওপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করার উদ্দেশ্যেই এই জোট গঠিত হয়।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে