দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না : মেয়র রেজাউল করিম

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |

বুধবার (২৩ মার্চ) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি মশা নিয়ে বিড়ম্বনায় আছেন বলে মন্তব্য করেছেন।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে।তাই পানি যাচ্ছে না।এর ফলে মশার বংশবৃদ্ধি বাড়ছে।

কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে খালে একটি ঢিল ছুঁড়ে মারলাম, কয়েক হাজার মশা বেরিয়ে এলো। তিনদিন আগে ওই জায়গায় স্প্রে করেছিল।

দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না। জলাবদ্ধতা প্রকল্প শেষ না হলে মশা নির্মূল সম্ভব হবে না।

খাল-নালা অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মেয়র।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে