ভারি বর্ষণ/ লোহাগাড়ায় কৃষক, রাউজানে তরুণ উদ্যোক্তা নিখোঁজ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১:২৭ অপরাহ্ণ |

ভারি বর্ষণে নাকাল অবস্থা চট্টগ্রামবাসীর। এরমধ্যে লোহাগাড়ায় বন্যার পানিতে ডুবে আসহাব মিয়া (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হলেও এখনও সন্ধান মেলেনি। জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পানির স্রোতে ভেসে যান তিনি।

নিখোঁজ আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার পুত্র।

এদিকে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের মৎস্য খামার থেকে নৌকা যোগে ফেরার পথে হালদা নদীর শাখা খালে নিখোঁজ হয়েছেন রাউজানের উরকিরচরের বিশিষ্ট সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে তরুণ উদ্যোক্তা শাহেদ হোসেন বাবু (৩৫)। বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।

এ সময় সঙ্গে থাকা চারজন সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবু কূলে আসতে পারেনি। তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়।

বর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাউজান থানা ও হাটহাজারী থানা পুলিশসহ স্থানীয় লোকজন বাবুর খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কয়েক দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, জোয়ারের পানিতে উরকিরচরসহ আশপাশের গ্রামে বন্যা দেখা দিয়েছে। তাই খালেও স্রোত বেশি ছিল।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে