ভোজ্য তেলের দাম কমার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ৩, ২০২২; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |

নিত্যপণ্যের দামে যখন মানুষের নাভিশ্বাস তখন বাণিজ্যমন্ত্রী আভাস দিলেন দেশে ভোজ্য তেলের দাম কমবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে। এক সপ্তাহের মধ্যে সয়াবিন ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে, পাম অয়েলের দাম কমতে পারে আর সয়াবিনের দাম না কমলেও অন্তত বাড়বে না।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একটি মাস, দুই মাস ধরে আমরা পর্যালোচনা করব। খুব শিগগির পাঁচ থেকে সাত দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা পর্যালোচনা করব। ’ মন্ত্রী আরো বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজ (গতকাল) দাম কমেছে। এই দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস। সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। ’

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে