কালুরঘাট জুট-ফাইবার কারখানায় আগুন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩; সময়: ২:৩২ অপরাহ্ণ |

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আগুনে পুড়েছে একটি জুট/ফাইবার কারখানা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কাদের বেডিং নামে একটি জুট/ফাইবার পক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে। এতে আগুন নির্বাপণে কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি, চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি এবং বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট একসঙ্গে কাজ করে। দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে