সরকার পতনে ছাত্র ঐক্য, ছাত্রদলের উদ্যোগে নেই শিবির!

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩; সময়: ৮:৩৭ পূর্বাহ্ণ |

বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফার আন্দোলন করছে। সেই আন্দোলনে সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোকে এক করার উদ্যোগ নিয়েছে ছাত্রদল। তবে সেই উদ্যোগে নেই ছাত্র শিবির।

রোববার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এতে ছাত্রদলের পাশাপাশি ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ছাত্র অধিকার পরিষদসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক মামুনুর রশীদ মামুন, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিল, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন (এনডিএম) সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি) সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজ (জাতীয় পার্টি, কাজী জাফর) সদস্য সচিব মেহেদি হাসান প্রমুখ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দৃঢ়চেতা সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাবো।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে