সিআরবির জোড়া খুন, বাবরসহ ১৬জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ

প্রকাশিত: মার্চ ১, ২০২২; সময়: ১:৩২ অপরাহ্ণ |

কোতোয়ালী থানার সিআরবি’র আলোচিত জোড়া খুন মামলায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন শেষে আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে ৫৯ জনের উপস্থিতিতে অভিযোগপত্র গঠন সম্পন্ন হয়।

শুনানির সময় ৫ জন আসামি সময়ের আবেদন ও ৫৪ জন আসামির পক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

মামলার তদন্তে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরসহ ১৬ জনের বিরুদ্ধে কোনও সাক্ষ্য-প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

দীর্ঘ সাড়ে আট বছর পর চট্টগ্রাম নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ মামলায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার ৬৪ জন আসামির মধ্যে অমিত মুহুরী কারাগারে মারা যাওয়ায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বস্তুনিষ্ঠ সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় চার্জ গঠনের সময় যে ১৬ জনকে মামলার দায় থেকে অব্যাহতির জন্য আদালতে সুপারিশ করা হয়েছে তারা হলেন— মো. আলমগীর টিপু, মো. আব্দুল্লাহ আল রায়হান, রায়হান মাহমুদ ওরফে শুভ, কামরুল হাসান ওরফে রায়হান, মো. জমির উদ্দিন, মো. রাজু মুন্সী, লাবলু ঘোষ, রাজেশ বিশ্বাস, কুর্ম, মহন চন্দ্র তাঁতী, মো. নুরুচ্ছফা ওরফে টিপু, মো. মনোয়ারুল আলম চৌধুরী ওরফে নোবেল, আব্দুল কাদের ওরফে সুমন ওরফে কালু, বাকেশ ঘোষ, হেলাল আকবর চৌধুরী বাবর এবং শিবু প্রসাদ চৌধুরী। সম্পূরক অভিযোগপত্রের তিন নম্বর কলামে অভিযুক্তদের তালিকার শেষ দিকে ৪১ থেকে ৬৪ ক্রমিক নম্বরে তাদের নাম রয়েছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে