সুন্দর পরিবেশের মাধ্যমে শিশুদেরকে আদর্শ ও সুযোগ্য নাগরিকে পরিণত করা যায়: রাজীব রঞ্জন

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২; সময়: ৬:০৮ অপরাহ্ণ |

চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন,সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষ্যতে তারা হবে এদেশের একেকজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক।

সোমবার (৪ এপ্রিল) সানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতায় তিনি একথা বলেন।

৩৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে সানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ডা. রাজীব রঞ্জন বলেন, শিশুরা হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ। ছোটবেলা থেকে শিশুদের যত্ন নিতে হবে। সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠলে একসময় তারা দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন এবং বিচারকের দায়িত্ব পালন করেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে