২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রকাশিত: মে ২, ২০২২; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |

সারাদেশে ভোজ্যতেলের সংকটের মধ্যে আমদানি করা বিপুল পরিমাণ সয়াবিন তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামের জাহাজটি আসার পর সেখান থেকে খালাস প্রক্রিয়াও চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিযেছেন।

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন নিয়ে আসে। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা তেল রয়েছে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ এ সয়াবিন তেল আমদানি করেছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক সয়াবিন তেল নিয়ে জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেছেন, খালাসের প্রক্রিয়াও ‘প্রায় শেষ পর্যায়ে’।

বিদেশ থেকে আনা এসব সয়াবিন তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হয়। এরপর সেখান থেকে সংশ্লিষ্ট কোম্পানি তাদের কারখানায় নিয়ে গিয়ে সেখানে পরিশোধন করে বাজারজাত করে থাকে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে