বাগীশিক-সেনবাগ উপজেলা সংসদের অভিষেক ও গীতা উৎসব
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা সংসদের অভিষেক ও গীতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
সেনবাগ চাঁদপুর দুর্গামন্দির প্রাঙ্গনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক সেনবাগ উপজেলা সংসদের সভাপতি পুলিন মজুমদার। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি ও বাগীশিক নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পাপ্পু সাহা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশীষ শর্মা। আর্শীবাদক ছিলেন বাগীশিক নোয়াখালী জেলার সভাপতি পুর্ণেন্দু শেখর দাশ।
অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীগুরু সুরেশ^র কেন্দ্রীয় তপোবন কমিটির মহিলা সম্পাদিকা বিজলী রায়। বাগীশিক সেনবাগ উপজেলা সংসদের সহ সাধারণ সম্পাদক সুজন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব পার্থ,বাগীশিক ফেনি জেলা সংসদের সহ সভাপতি মাস্টার হিমাংশু কুমার মজুমদার, বাগীশিক নোয়াখালী সংসদের সহ সভাপতি ভাষান চন্দ্র পাল, সাংবাদিক জয় ভূঞা।
বক্তারা বলেন, গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসঃসৃত বাণী। গীতায় ভগবান মানবজীবনের একটি পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। যার মাধ্যমে মানুষ কি করবে, কি করবে না, কি কর্ম করবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। গীতার আলো ঘরে ঘরে জ¦ালাতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর জন্য সবার মধ্যে গীতার জ্ঞান থাকা দরকার। প্রতিটি সনাতনী সন্তানদের গীতা শিক্ষা দেয়ার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।