অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

প্রকাশিত: মার্চ ১২, ২০২২; সময়: ৪:৪০ অপরাহ্ণ |

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার মিরপুর বিসিবি কার্যালয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। সেই বৈঠক শেষে সাংবাদিকদের পাপন জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।

তিনি সেখানে দুই ফরম্যাটেই ‘অ্যাভেইলেবল’ আছেন। এরপর সাকিবও বলেন, তিনি এই সিরিজে খেলতে চান।

দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে সারিয়ে তুলতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার।
সাংবাদিকদের সাকিব বলেন, ‘কোনো কিছু আসলে এক-দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো আপনি যখন ভিন্ন কোনো পরিবেশে যান আপনার মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে। এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব। ‘

উল্লেখ্য এর আগে ৬ মার্চ সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না। এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে