আফগানিস্তানে বাধ্য হয়ে মুখ ঢাকতে হলো নারী উপস্থাপকদের
তালেবান শাসকদের নির্দেশে বাধ্য হয়ে মুখ ঢাকতে হলো আফগানিস্তানের শীর্ষ নিউজ চ্যানেলগুলোর নারী উপস্থাপকদের।সম্প্রতি আফগানিস্তানের সরকার নির্দেশ দিয়েছিল, নারীদের মুখ ঢেকে খবর পড়তে হবে।
সেই নির্দেশ অমান্য করে শনিবার( ২১ মে) মুখ না ঢেকেই খবর পড়েছেন দেশটির একাধিক বেসরকারি টিভি চ্যানেলের নারী উপস্থাপকরা। এর একদিন পরই তাদের মুখ ঢাকতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার আফগানিস্তানের নারী টিভি উপস্থাপক ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়ে একটি ডিক্রি জারি করে ।
টিওএলও নিউজ, আরিয়ানা টেলিভিশন, শামশাদ টিভির মতো শীর্ষ স্থানীয় আফগানিস্তানের চ্যানেলের নারী উপস্থাপকেরা বোরকা পরে মুখ ঢেকে রোববার(২২ মে) সকালের সংবাদ বুলেটিন প্রচার করেন।
টিওএলও নিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি এএফপিকে বলেন, আমরা মুখ ঢাকার বিরুদ্ধে ছিলাম। কিন্তু আমাদের চাপ দেওয়া হয়েছে।বলা হয়েছে যে কোনও নারী উপস্থাপক মুখ না ঢাকলে তাকে বের করে দেওয়া হবে।
এর আগে মাথায় ওড়না দিয়ে খবর পড়তেন আফগান নারী উপস্থাপকরা।