কবিয়াল কমল দাশের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কবিয়াল কমল দাশের সকল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
আজ ২১শে অক্টোবর বিকেল ৪টার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সারোয়াতলী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও রূপায়ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নারী-পুরুষ শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কবিয়াল কমল দাশ সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। গ্রামীণ সংস্কৃতি অঙ্গনে ‘সরকার কমল দাশ’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধারে গান লিখতেন, সুর করতেন ও গাইতেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে কবিগান এবং পুঁথি পাঠের আসরে অংশ নিতেন। এছাড়া যাত্রাপালার জন্য পাণ্ডুলিপি লিখতেন, নির্দেশনা দিতেন ও মঞ্চে অভিনয় করতেন।
আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি কবিগান গেয়ে জনতাকে উদ্বুদ্ধ করতেন। গ্রামীণ জনপদে বৈঠকি আসরের জন্য তিনি ছিলেন পরিচিত মুখ।
১৬ অক্টোবর সকাল ৯টার দিকে কমল দাশ ঘর থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলও বন্ধ ছিল। পরদিন নিহতের বড় ছেলে অন্তর দাশ থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে জবানবন্দি দিয়ে দুই আসামি কমল দাশকে ইচ্ছার বিরুদ্ধে মদ খাইয়ে নির্যাতনের পর খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এই মামলার মূল আসামী উজ্জ্বল দাশ ও কাজল চৌধুরী এখনো পলাতক।