কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের ইসরানসহ ৩ শিক্ষার্থীর

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২; সময়: ১:০০ অপরাহ্ণ |

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় কাতারের আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। এ ঘটনায় সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।নিহতরা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল। তারা রাস্তায় গাড়ি পার্ক করে চাকা ঠিক করছিলেন। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কমিউনিটি সংগঠনের পক্ষে থেকে শোক জানানো হয়েছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে