ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ডিপো কিভাবে এটা নিয়ে তদন্ত চান সংসদ সদস্য

প্রকাশিত: জুন ৫, ২০২২; সময়: ১:২৩ অপরাহ্ণ |

সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে দিদারুল আলম এসব কথা বলেন।

কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ চলছে
সরেজমিনে দেখা গেছে, কনটেইনার ডিপোটির আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। গতকাল শনিবার রাতের বিস্ফোরণে আশপাশের অনেক বাসিন্দার ঘরের দরজা–জানালা ভেঙে গেছে। ঘরের সামনে ভাঙা কাচের স্তূপ দেখা গেছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।

ডিপোর আশপাশের এলাকার পরিস্থিতি ও বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য দিদারুল বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার তদন্তে কমিটি করা হচ্ছে বলেও জানান সংসদ সদস্য দিদারুল।

গতকাল রাতে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৩–এ পৌঁছেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে