চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
দেশের আকাশে গতকাল রবিবার (১ মে) চাঁদ দেখা যায়নি। ৩০ রোজা পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে মঙ্গলবার (৩ মে)।
আর চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রথম জামাত হবে সকাল ৮টায়। প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে।
দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী ও দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন পেশ ইমাম হাফেজ আহমদুল হক।
চট্টগ্রাম সিটি করপোরেশন ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ ছাড়াও নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব-স্ব মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
ঈদ জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করতে সিএমপির চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।