ছেঁড়াদ্বীপে ১ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা
প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ৮:০৩ অপরাহ্ণ |
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে পাচারকারীরা ইয়াবার বস্তা পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান মিয়ানমার থেকে মাছ ধরার নৌকার মাধ্যমে ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছেঁড়াদ্বীপে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। কিন্তু কোস্টগার্ডের অবস্থান বুঝতে পেরে মাদক পাচারকারীরা নৌকা থেকে হলুদ রঙয়ের একটি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যায়।বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।