দুই বছর পর কলকাতা-আগরতলা গেল শ্যামলী বাস

প্রকাশিত: জুন ১০, ২০২২; সময়: ১২:০১ অপরাহ্ণ |

দীর্ঘ ২ বছর পর চালু হলো ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা রুটে আন্তঃদেশীয় বাস সার্ভিস।

শুক্রবার (১০ জুন) সকালে সাড়ে ৭টায় মতিঝিল বিআরটিসি কাউন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী এনআর বাসটি ছেড়ে যায়।

জানা যায়, ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-খুলনা-ঢাকাসহ মোট চার রুটে প্রথমে আন্তঃদেশীয় বাস সার্ভিস চলবে। এরপর ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল করবে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কমলাপুর শ্যামলী এনআর থেকে জানা যায়, প্রথমদিনে বাসটি ৮ যাত্রী নিয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া রাত ১০টায় আরেকটি বাস আগরতলা হয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতি শুক্রবার অথ্যাৎ চলতি মাসের ১৭ ও ২৪ জুন শ্যামলী এনআর বাস ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, চারটি রুটে বাস চলাচল শুরু হচ্ছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে