নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করবো: শিল্পপতি মোহাম্মদ জাহেদুল হক
দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সদস্যবৃন্দ ও কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক।
উল্লেখ্য,চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে শনিবার (২৫শে মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম ৮ আসনে মোট ২৭ প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছিলেন।এদের মধ্যে বোয়ালখালীর শাকপুরার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত নুরুল হক সওদাগরের সন্তান,শিল্পপতি, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জাহেদুল হক অন্যতম দাবীদার ছিলেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক শিল্পপতি মোহাম্মদ জাহেদুল হক গণমাধ্যমকে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আসন্ন উপনির্বাচনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রবীণ রাজনীতিবিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা নোমান আল মাহমুদ ভাইকে এই আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলের একজন আদর্শিক কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিশ্বাস করি। আমি নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ ভাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই।আমার নেত্রী শেখ হাসিনা,দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, আমার নির্বাচনী এলাকার জনগণ, কর্মী সমর্থক সকলের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে অতীতের ন্যায় নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে থাকবো। বিগত সময়ে আমি যেভাবে দলের পক্ষে কাজ করেছি,সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছি,ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো। নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো”।
উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচন হবে আগামী ২৭ এপ্রিল।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৭ মার্চ; বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল।