পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ না করার পরামর্শ
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
করোনায় বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ বলেন, ‘এগুলো ম্যালেরিয়াপ্রবণ এলাকা। বৃষ্টি ও বৃষ্টি পরবর্তী সময়ে এসব জায়গায় ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। তাই আমাদের অনুরোধ থাকবে, ভ্রমণের চিন্তা করলে এই জায়গাগুলো বাদ দিলে ভালো হবে।’
গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।