ফেরার অপেক্ষায় হাজিরা, প্রথম ফ্লাইট ১৪ জুলাই
শেষ হচ্ছে চলতি মৌসুমের হজের মূল কার্যক্রম। হজ পালন শেষে ১৪ জুলাই থেকে দেশে ফিরছেন হাজিরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ফ্লাইটে দেশে ফিরবেন হজযাত্রীরা।
রোববার (১০ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দুই এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।
আজ সোমবার (১১ জুলাই) তাশরিকের তৃতীয় দিনে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ শেষ করবেন।
এ সময় তাঁরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে অবার মিনার তাঁবুতে ফিরে আসেন।
এবার বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে ৩২ দিনে ১৬৫ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন। এদের মধ্যে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজ যাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১০ পুরুষ ও পাঁচ নারীসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।