‘বন্যায় যা যা করণীয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি’

প্রকাশিত: জুন ২২, ২০২২; সময়: ১২:৪৬ অপরাহ্ণ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘বন্যায় যা যা করণীয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বন্যা পরবর্তী পদক্ষেপ নিয়েও কথা বলেছি।’

আজ বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, ওষুধ সব ব্যবস্থাই করেছি। বন্যার ফলে যে রোগ হতে পারে তা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। স্বাভাবিক মাত্রার বন্যা মোকাবেলা করার সক্ষমতাও আমাদের রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি উদ্ধার এবং ত্রাণ কার্য পরিচালনার নির্দেশ দিয়েছি। কোনো সময় ক্ষেপণ না করে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড, পুলিশ বাহিনীকে নিয়োজিত করেছি।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে