মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ১২:২২ অপরাহ্ণ |
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ জানায়, মীরসরাইয়ে দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩০ জুলাই) সকালে মামলা দায়ের করেছেন। অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ।